শামীম আহমেদ :: বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পৃথক দুটি অভিযান চালিয়ে নগরীর একটি কাপড়ের দোকান সীলগালাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২৪ এপ্রিল) শুক্রবার সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, আগামীকাল রমজান উপলক্ষে বাজার মূল্য নিয়ন্ত্রন রাখার জন্য এই অভিযান চালানো হয়। ২ শত ৫০ টাকা দামের আদা ৪শ থেকে সারে ৪শ টাকা দরে বিক্রি করায় এক আদা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন দোকান, মোবাইল ফোন এবং কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজার রোড এলাকায় জরিমানা ও সতর্ক করার পরেও তৃতীয়বারের মত সরকারি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয় কাপড়ের দোকানটিকে সীলগালা করা হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, নগরীর সাগরদি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুক্রবার জুমার নামাজ এবং রমজানের তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।