স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম : বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ মাহবুবুল আলম খান (৪৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেপ্তার মো. মাহবুবুল আলম খান মাদারীপুরের বালিগ্রাম ইউপির আটিপাড়া খানবাড়ীর আঃ মজিদ খানের ছেলে।
সোমবার (১০ এপ্রিল) ভোরে বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ-সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।