স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদরের কাশিপুর এলাকায় অবস্থিত বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বরিশাল বিভাগের ছয় জেলার ৩৮টি উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন খান,ডিজিএফআই প্রধান কর্নেল শরিফুজ্জামান, র্যাব-৮ এর পরিচালক আতিক ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ৪২টি উপজেলার মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ২৪ মার্চ থেকে পর্যায়েক্রমে ৩৮টি উপজেলার নির্বাচন হয়েছে।