এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

বালা ও এডেক্স জুতার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

বাটা জুতার নাম নকল করে ‘বালা’ ও এপেক্সের নাম পরিবর্তন করে ‘এডেক্স’ জুতা তৈরা করা হচ্ছে। শুধু তাই নয়, এপেক্সের আসল লোগো নকল করে বিভিন্ন জুতায় ব্যবহার করা হচ্ছিল।

বুধবার (২০ এপ্রিল) পুরান ঢাকায় এমন নকল জুতার কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ঢাকা জেলার প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাগফুর রহমান।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, পুরান ঢাকার পোস্তা এলাকায় বেশ কিছু জুতার কারখানায় অভিযান চালানো হয়েছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতার নামের কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে নকল জুতা তৈরি করা হচ্ছে। যেমন- বাটা জুতার নাম দিয়েছে ‘বালা’, এপেক্স জুতার নাম দিয়েছে ‘এডেক্স’।

ইংরেজিতে নাম দেওয়ায় ভোক্তারা সহজে বুঝতে পারবেন না। এছাড়া এপেক্সের লোগো নকল করে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এভাবে নকল জুতা তৈরি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল কারখানাগুলো। এ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আরও বড় শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে। ঈদকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্নভাবে প্রতারিত হতে পারে। ভোক্তা হিসেবে যদি মনে করেন, আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ করুন। আমরা প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবো।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official