27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
চট্রগ্রাম প্রশাসন

বেশি দামে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, লাখ টাকা জরিমানা

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করায় হানিফ এন্টারপ্রাইজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কাউন্টারে টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় শ্যামলী পরিবহনকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন অভিযানে অংশ নেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে বেকারিতে পচা ডিম বিক্রির জন্য পাহাড়তলি এলাকার দুজন ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, ঈদ সামনে রেখে মার্কেটে পণ্যের বেশি দাম রাখা হচ্ছে। তেমনি বাসে ঈদের অগ্রিম টিকিট বিক্রিতেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন অনেকে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

আইনজীবীর সঙ্গে বাগবিতণ্ডা, আদালত বর্জন করলেন ম্যাজিস্ট্রেটরা

banglarmukh official

সিআইডি নৌ রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা

banglarmukh official

হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

banglarmukh official