29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

ভারতে চলন্ত ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষ, ১৩ শিশুর প্রাণহানি

ভারতে চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আরো আট শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর প্রদেশের কুশিনগর শহরের কাছাকাছি দুধি নামক একটি রেল ক্রসিংয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। স্থানীয় জেলা প্রশাসনকে আহতদের সকল ধরনের সাহায্য ও চিকিৎসা সুবিধা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত করার নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি দেয়ার কথা ও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ভারতে চলতি মাসে এই দুর্ঘটনাসহ দুটি স্কুলবাস দুর্ঘটনার শিকার হয়েছে। গত ৯ এপ্রিলে হিমাচল প্রদেশে একটি স্কুলবাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ২৩ জন শিশুসহ ২৭ জন নিহত হন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official