নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুর থানার সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মেজবাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো হালিম বিশ্বাসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনেছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী সরকারের পতনের পরে টাকার বিনিময়ে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো মিজানুর রহমান মিয়াকে সহ কোষাধ্যক্ষ পদে দলীয় সনদপত্র প্রদান করেন।
স্থানীয় বিএনপির নেতা কর্মীরা বলেন, সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া আজিজুল সরদার নাম এক ব্যাক্তিকে ইউনিয়ন সহ-সভাপতি করা হয়েছে, যিনি দলের দলের সাথে সম্পৃক্ত নেই। নেতা কর্মীরা জানিয়েছেন টাকার বিনিময়ে এমন একাধিক পদ বাণিজ্য করেছেন বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মেজবাউদ্দিন আহমেদ ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।