29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

সাদ্দাম হোসাইনের কবরে নেই তার লাশ!

বা:মু:অ:প্র: শেখ সুমন :

সাদ্দাম হোসাইনকে দাফন হয়েছিল তার নিজ গ্রাম অাল-আওজাহ’তে। বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল তার সেই কবরস্থান। ইট-পাথরে বেষ্টিত কবরস্থানটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছিল। সাদ্দাম হোসাইনের শেষ স্মৃতি চিহ্নটুকুও এখন আর অবশিষ্ট নেই। দুই যুগ ধরে শক্ত হাতে যে মানুষটি ইরাক শাসন করেছেন, সেই সাদ্দাম হোসাইনকে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলানো হয়। ইরাকে দশকের পর দশক ধরে যার নাম শুনলেই মানুষ ভীত ছিল, আজ তার শেষ চিহ্নটুকু ঘিরে দানা বাঁধছে রহস্য এবং সন্দেহ।

অাল-আওজাহ গ্রামে কি তাকে সত্য কী তাকে দাফন করা হয়েছিল, কবরে কী সত্য তার মরদেহ রাখা হয়েছিল? যদি সত্যিই তাকে দাফন করা হয়ে থাকে তাহলে তার মরদেহ কবর হতে গেলো কোথায়? ইরাকের আলবু নাসের উপজাতি গোষ্ঠীর নেতা শেখ মানাফ আলী আল-নিদা। সাদ্দাম হোসাইনও এই উপজাতি গোষ্ঠীর। সাদ্দাম হোসাইনের পরিবারের পক্ষে মরদেহ সেই সময় গ্রহণ করে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন নিদা। কোনো ধরনের বিলম্ব ছাড়াই সেইদিন ইরাকের এই প্রেসিডেন্টের মরদেহ তাৎক্ষণিক কবর দেয়া হয়। সূর্য ওঠার আগেই ভোর রাতে সাদ্দাম হোসাইনকে দাফন করা হয় অাল-আওজাহ গ্রামের কবরস্থানে।

হাশেদ আল-শাবি জোটের আধা-সামরিক বাহিনী সাদ্দাম হোসাইনের কবরস্থানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এই বাহিনী বলছে, কবরস্থানের ওপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা স্নাইপার রেখেছিল। পরে ইরাকি বিমান বাহিনীর হামলায় কবরস্থান ধ্বংস হয়ে যায়। বিমান হামলার ঘটনা নিজ চোখে দেখেননি শেখ নিদা। তবে তিনি স্বীকার করেছেন যে, সাদ্দাম হোসাইনের কবরস্থান বোমায় উড়িয়ে দেয়া হয়েছে। আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবির নিরাপত্তা প্রধান জাফর আল-ঘারাওয়ি জোর দিয়ে বলেন, ‘সাদ্দামের মরদেহ এখনো সেখানে রয়েছে।’ তবে হাশেদ আল শাবি জোটের এক যোদ্ধা গুঞ্জন ছড়িয়েছেন যে, সাদ্দাম হোসাইনের নির্বাসিত মেয়ে হালা ব্যক্তিগত বিমানে করে দেশে ফিরে তার বাবার মরদেহ জর্ডানে নিয়ে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরদেহ তুলে জর্ডানে নিয়ে যাওয়ার ব্যাপারে বলেন, ‘এটি অসম্ভব। মরদেহ সম্ভবত গোপন কোনো স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে কেউ জানে না কারা এ কাজ করেছে অথবা কোথায় নেয়া হয়েছে।’ তবে যদি তাই হয়, তাহেলে সাদ্দামের পরিবারের সদস্যরা সেই গোপনস্থানের ওপর নিবিড় নজরদারি করবে। তবে বাগদাদের অন্যান্য বাসিন্দাদের মতো আবু সামেরের বিশ্বাস, ইরাকের এই লৌহমানব এখনো বেঁচে আছেন। তিনি বলেন, ‘সাদ্দাম মারা যায়নি। যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সে সাদ্দামের মতো দেখতে অন্য কেউ।’

সূত্র : এএফপি

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official