র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাবের পরিচালক সেলিম মো. জাহাংগীরকে জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- এন এস আইয়ের পরিচালক মেজবাহ উদ্দিনকে জননিরাপত্তা বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে।