স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:
স্যামসাং বাংলাদেশ বৈশাখ উপলক্ষে সমগ্র বাংলাদেশে চালু করেছে ‘বৈশাখ অফার’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় বাজারে আকর্ষণীয় দামে ক্রয় করা যাবে স্যামসাং-এর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন।
বিশ্বের সর্বপ্রথম ব্যাক সাইডে ৪ ক্যামেরার ফোন, দৃষ্টিনন্দন ডিজাইন ও অধিক কর্মদক্ষতার গ্যালাক্সি এ৯ মডেলের স্মার্টফোনটি এই অফারের আওতায় ৪৯,৯৯০ টাকার পরিবর্তে ক্রয় করা যাবে মাত্র ৩৯,৯০০ টাকায়। সুপার অ্যামোলেড ডিসপ্লের ডুয়েল রিয়ার ক্যামেরাসমৃদ্ধ গ্যালাক্সি জে৮ মডেলের হ্যান্ডসেটটি ২১,৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে মাত্র ১৯,৯৯০ টাকায়।ইনফিনিটি ডিসপ্লের গ্যালাক্সি জে৬+ মডেলের হ্যান্ডসেট পাওয়া যাবে ১৮,৪৯০ টাকার পরিবর্তে মাত্র ১৪,৯৯০ টাকায়।সুলভ মূল্যে ৬ ইঞ্চি ফুলএইচডি ইনফিনিটি ডিসপ্লের গ্যালাক্সি জে৪+ মডেলের হ্যান্ডসেটটি ১৩,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯০ টাকায় পাওয়া যাবে।
ফোর-জি সমৃদ্ধ গ্যালাক্সি জে২ কোর মডেলের হ্যান্ডসেটটি ৮,২৯০ টাকার পরিবর্তে মাত্র ৭,৪৯০ টাকায় পাওয়া যাবে। স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান জানান পহেলা বৈশাখের উৎসবমূখর আমেজে নতুন মাত্রা যোগ করতে বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় হ্যান্ডসেটগুলো সুলভ মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই অফার ঘোষণার মাধ্যমে আমরা সম্মানিত গ্রাহকদের সুখ ও সমৃদ্ধি কামনা করে তাদেরকে জানাই ‘শুভ নববর্ষ’। অফারটি শুরু হয়েছে ০১ এপ্রিল ২০১৯ থেকে।