৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনসংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। টেলিটকের এই চারটি নম্বর হচ্ছে : ০১৫৫৫৫৫৫১৪৯-৫২। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন প্রার্থীরা। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে অনলাইন আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তারা এ নম্বরে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন।
সূত্রে আরো জানা গেছে, এ পরীক্ষায় আবেদনের জন্য সাধারণ পরীক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।