খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপির আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের বর্তমান ধরণটাই জানে বা বুঝে কিংবা আর কোনো ধরণ জানে না- সেটা ঠিক নয়। প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরণও পরিবর্তন হতে পারে।’
আগামী ৮ মে খালেদা জিয়ার জামিন শুনানি বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় না হলে, এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।
বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নাই। যা তারা (ক্ষমতাসীনরা) নিজেরাও জানে, খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেআইনিভাবে তাকে আটকে রাখতে চায় ক্ষমতাসীনরা।