কান উৎসবে এবার ‘মান্টো’ নিয়ে হাজির হলেনর বলিউডের বাবু মশাই বন্দুকবাজ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
রবিবা কানের স্থানীয় সময় বেলা ১১টায় সালে দুবুসিতে শুরু হয় মান্টো ছবির প্রদর্শনী। মান্টো নন্দিতা দাস পরিচালিত দ্বিতীয় ছবি। এটি উর্দু সাহিত্যের অন্যতম কান্ডারি সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে নির্মিত। কানে যোগ দিয়েছেন এ ছবির মূল অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অন্যরা।
কান উৎসবে নিজের উপস্থিতি ভক্তদের জানান দিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন নওয়াজ।
১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে এ ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব ২০১৮ মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, কঙ্গনা রানাউত ও দীপিকা পাড়–কোনের মতো বলিউড অভিনেত্রীরা।