এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

টাইগারদের সফরের আগে মুশতাককে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ

কিংবদন্তি পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী জুন-জুলাইয়ে ক্যারিবীয় সফরে যাবেন মাশরাফি-সাকিব-তামিমরা। ধারণা করা হচ্ছে, ওই সফরে টাইগারদের বিপক্ষে স্পিন সামলাতে এবং নিজেদের স্পিন শক্তিকে আরও ঝালিয়ে নিতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, স্বল্প মেয়াদের জন্য চলতি মাসের শেষের দিকে কোচিংয়ে যোগ দেবেন মুশতাক। যদিও পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে দীর্ঘকালীন কোচ করারও সম্ভাবনা রয়েছে।

মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলে ৩৪৬টি উইকেট নিয়েছেন। এর আগে, পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। ইংল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি। পিএসএল ও আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

এদিকে, ক্যারিবীয়দের কোচ হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুশতাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল যাদের অতীত খুবই সমৃদ্ধ। আমি তাদের নিয়ে কাজ করতে খুবই উগ্রীব হয়ে আছি।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official