31 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল শিক্ষাঙ্গন

ববির বাংলা বিভাগে অচলাবস্থা, চেয়ারম্যানের প্রতি শিক্ষকদের অনাস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়েছেন বিভাগের শিক্ষকরা। সম্প্রতি এই বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে লিখিত আবেদনও করেছেন। শিক্ষকদের পক্ষে অনাস্থা জ্ঞাপনের লিখিত আবেদন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

আবেদন সূত্রে জানা গেছে, বাংলা বিভাগের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভাগে সুষ্ঠু, সুচারু ও সুনামের সাথে বিভাগের সকল কার্যাদি সম্পন্ন করে আসছে। কিন্তু বর্তমানে মোহসিনা হোসাইন সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে বিভাগের সকল কাজে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিভাগের একাডেমিক কার্যক্রম ও অন্যান্য সহ শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি অনেক কার্যক্রম ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। সভাপতি হিসেবে তিনি অন্য শিক্ষকদের সাথে বারবার সমন্বয়হীনতা সৃষ্টি করেছে। ফলে বিভাগের শিক্ষা কার্যক্রম করতে শিক্ষকরা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। বিভাগের শিক্ষার্থীরা একমাত্র চেয়ারম্যানের সমন্বয়হীনতার কারণে সেশনজটের মুখে পড়েছে।

এই পরিস্থিতিতে বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার স্ব-প্রণোদিত হয়ে এক বিশেষ সভা আহ্বান করেন কিছুদিন পূর্বে এবং ওই সভায় সকলের মতামতের ভিত্তিতে মোহসিনা হোসাইনের প্রতি অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২ মে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর লিখিত আবেদন করা হয় চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করে।

 

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official