এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশালে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলো ৯ বছরের শিশু

স্টাফ রিপোর্টার  // সাইফুল ইসলাম :

বরিশালের উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে করোনা সংক্রামক নিয়ে ভর্তি হওয়া শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের সু-চিকিৎসায় ২১ দিন পর সুস্থ হয়ে বাড়ীতে মায়ের কোলে ফিরে গেলেন।

 

সোমবার সকাল সাড়ে ১১টায় শিশুটিকে এক মাসের চাল, ডাল, আলু, ফল কিনে বিদায় জানান উজিরপুর উপজেলা প্রশাসন।

 

শিশুটির বাড়ী বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর পুত্র রাহাত ফরাজী (০৯)। স্বাস্থ্যকমপ্লেক্স থেকে শিশুটিকে বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।

 

হাসপাতাল সুত্রে জানা যায় ১৩ এপ্রিল রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর শিশু পুত্র জ্বর, কাশি, গলাব্যাথা, মৃদ্যু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাৎক্ষনিক ডাক্তার স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী তাকে ভর্তি করে আইসোলেশনে রাখে চিকিৎসার জন্য। ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য বরিশাল সির্ভিল সার্জনের কাছে প্রেরণ করেন। ঢাকা থেকে ১৬ তারিখ শিশুটির করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর পর থেকে হাসপাতালে চিকিসাধীন রয়েছে । ২৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠালে ২৬ এপ্রিল করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এর পরও সন্দেহ হলে ২ মে পুনঃরায় নমুনা সংগ্রহ করে আবার পরীক্ষা করতে পাঠালে ৩ মে নেগেটিভ রিপোর্ট আসে।

 

এছাড়াও শিশুটির চিকিৎসার সময় তার কাছে আইসোলেশনে থাকা পিতা ও দাদীকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদেরও করোনা নেগেটিভ পাওয়া যায়। শিশুটির শরীর থেকে করোনা ভাইরাস নির্মূল হওয়ায় ৪মে উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে বিদায় জানান।

 

উপজেলা চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের কর্মকর্তা ডাঃ শওকত আলীকে মহৎ উদ্যোগ নিয়ে সাহসের সঙ্গে এই শিশুটির চিকিৎসা করেছেন তার জন্য ধন্যবাদ জানান। শিশুটির বিদায়ের পর উপজেলা সমাজসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য সেনিটেশন সামগ্রী বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official