বরিশালে অনলাইনে জুয়ার মাধ্যমে বিটকয়েনে অবৈধ লেনদেনকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার (২২ মে) সকাল ১১ টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
আটককৃতরা হলো শাওন হাওলাদার সুজন (২৭), ইমন হোসেন (২০) ও ইব্রাহীম মোল্লা (২০)।
পুলিশ সুপার জানান, গত রোববার আগৈলঝাড়া থানাধীন সাহেবের হাট বাজার এলাকার হাওলাদার টেলিকম দোকানের ভিতর অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করার অভিযোগে তিন জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ডিভাইস সমূহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান,সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ ফয়সাল আহমেদ প্রমুখ।