মাদক বিক্রির দায়ে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতার স্ত্রীকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ আসামি লাবনী বেগমের উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত লাবনী বেগম বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনি জমাদ্দারের স্ত্রী।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩০ এপ্রিল নগরীর বান্দ রোড প্লানেট পার্ক শিশু পার্কের সামনে থেকে লাবনী বেগমকে প্রায় এককেজি গাঁজা সহ আটক করে নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ পরিদর্শক চিন্ময় মিত্র। এ ঘটনায় মামলা দায়ের হলে একই বছরের ১০ মে লাবনীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পুলিশের তদন্ত কর্মকর্তা। ওই মামলা সাক্ষ্য গ্রহন শেষে আসামিকে দণ্ড দেন আদালত।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, জনি জমাদ্দার জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে আছেন। তবে তার স্ত্রী মাদক মামলায় আদালতে দন্ডিত হয়েছেন কিনা তা তিনি জানেন না।