স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম : বরিশাল বিভাগের করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। শুধুমাত্র মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত নয় রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৭৬ জন। ২৪ ঘন্টায় কেউ মারা যাননি, কেউ সুস্থ্য হননি বা কেউ হাসপাতালে ভর্তি হননি। বিভাগীয় স্বাস্থ্য অফিসের নিয়মিত করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে বরিশাল নিউজ এসব তথ্য জানতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘন্টায় শুধুমাত্র পিরোজপুর জেলায়ই ছয় করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর বরিশাল জেলায় দুইজন এবং পটুয়াখালীতে একজন শনাক্ত হয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার ৩১ রোগী করোনার চিকিৎসা নিচ্ছেন। বরিশাল জেলায় ৫৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছে সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন আর মারা গেছেন একজন। বরগুনায় ৩৯ আক্রান্তের ১৬ জন হাসপাতালে। সুস্থ্য হয়েছেন ২৫ জন আর মারা গেছেন দুইজন।