30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি সরকার

বিদেশে বসে গুজব ছড়ালে পাসপোর্ট বাতিল!

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদেশে বসে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে সেইসব ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে গুজব ও ভুয়া খবর প্রচারকারীদের পাসপোর্ট বাতিলের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেয়া হয়েছে।’

বুধবার (১৩ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে কারা এগুলো করছে তা নিয়ে কাজ করছি। একইসঙ্গে প্রযুক্তিগতভাবেও তা মোকাবিলা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘অতীতেও গুজবের ঘটনা ঘটেছে। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো তদন্ত করেছে। অনেককেই আইনের আওতায় এনে ব্যবস্থা নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অহেতুক গুজব যেন কেউ না ছড়ায়—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই টিভির সংবাদে বলা হয়, লন্ডনের টাওয়ার হেমলেটসে অবস্থিত অনলাইন টেলিভিশন চ্যানেল সংগ্রাম টিভি নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। রুমি জালাল উদ্দিন দিবা রাত্রি ২৪ ঘণ্টা বাংলাদেশ নামে ফেসবুক পেজের মাধ্যমে স্বশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দিয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official