রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পকে (জেনেভা ক্যাম্প) ঘিরে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র্যাব। শনিবার সকাল ১১টা থেকে ক্যাম্পটি ঘিরে র্যাবের বেশ কয়েকটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, অভিযানে কোনো ধরনের বাধার সম্মুখীন হইনি। মাদক ব্যবসায় জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে শতাধিক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।