স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান :
আজ ২৮ মে বরিশাল রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস এর আয়োজনে পবিত্র রমজান মাসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছবি: শাওন অরন্য।
প্রায় ২৩০ জন ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাজধানী নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক জহিরুল ইসলাম।
ছবি: শাওন অরন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন। ড. স্বপন কুমার মিত্র,অধ্যক্ষ রাজধানী ম্যাটস। পিংকি রানী শিল, উপাধ্যক্ষ, রাজধানী নার্সিং কলেজ, ড. শুভংকর বাড়ৈ,রাজধানী নার্সিং কলেজ। সুদীপ কুমার নাথ একাডেমিক পরিচালক, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস।
এ ছারাও রাজধানী নার্সিং কলেজের প্রভাষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারজান আখতার,জাহিদুল ইসলাম,মাঝহারুল ইসলাম,উম্মে কুলসুম জাহান,প্রিয়াংকা মিত্র, কামরুন্নেসা সুখি এবং ডি ডাব্লিউ এফ ম্যাটস এর প্রভাষক নুসরাত স্বর্না।
ছবি: শাওন অরন্য।
আরো উপস্থিত ছিলেন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস এবং রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস এর কর্মকর্তা কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।