স্টাফ রিপোর্টার//কায়ুম খান:
বরিশাল রাজধানী ম্যাটস এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সেইভ ডিজিটাল স্পেস নামক ক্যাম্পেইন। আয়োজনে ছিল ইয়ুথ ফর চেইঞ্জ। সহোযোগিতায় ছিল ৭১ এর চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
ছবি: শাওন অরন্য।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দা মাহফুজা মিষ্টি, ইয়ুথ এনগেজমেন্ট টিম বরিশাল,ইয়ুথ ফর চেইঞ্জ। আনজুম হোসেন রিমন, বরিশাল ডিভিশনাল মেম্বার,ইয়ুথ ফর চেইঞ্জ।ফজলে রাব্বি, বরিশাল ডিভিশনাল মেম্বার,ইয়ুথ ফর চেইঞ্জ।তৌসিফ ইসলাম শাওন, বরিশাল ডিভিশনাল মেম্বার, ইয়ুথ ফর চেইঞ্জ।মোঃ কামরুল হোসেন,সভাপতি ৭১ এর চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এবং মো. মাঝহারুল ইসলাম,সাধারণ সম্পাদক, ৭১ এর চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
ছবি: শাওন অরন্য।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. স্বপন কুমার মিত্র, অধ্যক্ষ রাজধানী ম্যাটস, বরিশাল। আরো উপস্থিত ছিলেন,রাজধানী ম্যাটস এর কোর্স কোর্স-সমন্বয়কারি মানস কুমার নাথ,মোসাঃ কুলসুম জাহান,প্রভাষক।মো.মাঝহারুল ইসলাম,প্রভাষক।
ছবি: শাওন অরন্য।
এ ক্যাম্পেইনে রাজধানী ম্যাটস এর প্রায় ৯৫ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। সেইভ ডিজিটাল স্পেস এর উপর বক্তব্য রাখেন তৌসিফ ইসলাম শাওন এবং ফজলে রাব্বি।
ছবি: শাওন অরন্য।
সৈয়দা মাহফুজা মিষ্টি বলেন, ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০১৫ সালে। বর্তমানে ইয়ুথ ফর চেইঞ্জ যুক্তরাজ্য, বাংলাদেশ এবং তানজানিয়া তে কাজ করছে। তিনি আরো বলেন, আমরা চাই তরুন সমাজ ভার্চুাল জগতেও যেন নিরাপদ থাকে। শুধু মাত্র সঠিক তথ্যজ্ঞানের অভাব বা সচেতনতার অভাবে আমরা বিভিন্ন সময় ভার্চুয়ালি নানা বিপদে পরি, এ ধরনের বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সচেতনতা এবং ভার্চুয়াল জগতের সঠিক ব্যবহার শেখানোর জন্যই সেইভ ডিজিটাল স্পেস।
ছবি: শাওন অরন্য।
রাজধানী ম্যাটস এর অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্র বলেন, সেইভ ডিজিটাল স্পেস একটা চমৎকার উদ্যোগ ইয়ুথ ফর চেইঞ্জ এর। এর ফলে সাইবার ক্রাইম অনেক অংশে কমে যাবে। তিনি এই উদ্যোগের জন্য ইয়ুথ ফর চেইঞ্জকে ধন্যবাদ জানান।