বরিশাল :
পূর্বের ভর্তি বাতিল করে নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড না আসায় বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাদের প্রত্যেকের মাথাপিছু ১০ হাজার ৭’শত টাকা জরিমানা ধার্য্য করেছে কর্তৃপক্ষ।
এই ঘটনার প্রতিবাদে বৃহষ্পতিবার (২৪ মে) বেলা ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা কলেজ থেকে পূর্বের সেশনে ভর্তি বাতিল করেই পরের সেশনে ভর্তি হয়েছেন। এতে কলেজ কর্তৃপক্ষও তাদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেছে। কিন্তু কলেজ থেকে আদৌ ভর্তি বাতিল করা হয়নি। এতে রেজিষ্ট্রেশন কার্ড না আসায় বিপুল পরিমান টাকা জরিমানা ধার্য্য করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা তাদের উপর ধার্য্যকৃত জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য দাবী জানিয়েছেন।
মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।