স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালে প্রতিদিন গরম বেরেই চলছে।চারদিকে উত্তপ্ত গরম। রাস্তায় হাটা এখন অনেক দায়।
ছবি: শাওন অরন্য।
পবিত্র রমজান মাসে এই উত্তপ্ত গরমের কারনে জন জীবন অতিস্ট। আর এই গরমে রোজাদার পথচারী ও খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য, গতকাল ৩০ মে, বৃহস্পতিবার বরিশালে স্বেচ্ছাসেবী সংঘঠন এসএনডিসির ফুড ব্যাংক এর সদস্যরা প্রায় ১৬০ জন রোজাদার পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করেছে।
ছবি: শাওন অরন্য।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে বিভিন্ন নামি দামী কমিউনিটি সেন্টার থেকে খাবার সংগ্রহ করে তা ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণ করে আসছে “এসএনডিসি’’ ফুড ব্যাংকের সদস্যারা।
ছবি: শাওন অরন্য।
তারই প্রেক্ষিতে গতকাল বিকাল ৫-৬ টা পর্যন্ত বরিশাল শহরের লঞ্চঘাট এলাকায় প্রায় ১৬০ জন রোজাদার এবং রিকসাওয়ালাদের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করেন এবং বিশুদ্ধ পানি পান করার জন্য সচেতন করেন সংগঠনটির সদস্যরা।
সম্পূর্ণ এসএনডিসি’র ভলান্টিয়ারদের অর্থায়নে এই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরনের উদ্যোগ নেয়া হয়।
ছবি: শাওন অরন্য।
এসএনডিসি বরিশালের সম্পাদক হাছিব মৃধা বলেন, সারাদেশে প্রচন্ড গরম ও তাপদহনে সবাই অসুস্থ প্রায়।তাই খেটে খাওয়া রোজাদার মানুষকে ইফতারের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে আমারা ক্ষনিকের তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছি।
ছবি: শাওন অরন্য।
এসএনডিসি বরিশালের সভাপতি তানজীল ইসলাম শুভ বলেন, এসএনডিসি বাংলাদেশের কয়েকটি শাখার মধ্যে একটি হলো এসএনডিসি ফুড ব্যাংক, যা এসডিজি’র ২,৩ ও ৬ নম্বর গোল’স নিয়ে কাজ করে। এর মূল লক্ষ্য অসহায় ও অনাহারে কাটানো মানুষের জন্য খাবার সংগ্রহ করে দেয়া। এবং খাবারের অপচয় রোধে মানুষকে সচেতন করা।
ছবি: শাওন অরন্য।
এই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, এসএনডিসি’র প্রচার সম্পাদক মুহাম্মদ সায়েম, ক্রিয়া সম্পাদক কাজি আল-আমিন, শিক্ষা অফিসার জয়ন্ত সমাদ্দার।
ছবি: শাওন অরন্য।
স্বেচ্ছাসেবকদের মাঝে উপস্তিত ছিলেন, কাবেরি জাহান, শান্ত আকন, ইসরাফিল, হাসান মাহদী, জিতু ও সাবরিন।