বরিশাল জেলা ও মহানগর এলাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছেন কিশোর ও যুবক বয়সীরা। যত বেশি কিশোর ও যুবকরা আক্রান্ত হচ্ছেন তার চেয়ে অনেক কম আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় কিশোর ও যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। এখনো যদি স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আরও বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।
হিসেব বলছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এই ১৪ জনের মধ্যে মাত্র ৫ জন হচ্ছেন বৃদ্ধ। বাকি সবার বয়স ১০ থেকে ৩৫ এর মধ্যে।
বরিশাল জেলা প্রশাসন জানিয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে একজন উজিরপুর উপজেলার বাসিন্দা (পুরুষ বয়স ২২), একজন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা (পুরুষ বয়স ২৫), একজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা (নারী বয়স ৩০), বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য (পুরুষ বয়স ৪৫), দুইজন পুলিশ পরিবারের সদস্য (নারী বয়স ৩২ ও ১০), বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার বাসিন্দা (নারী দুইজন বয়স ৩৫ ও ৩০), আরও দুইজন পুরুষ বয়স (৬০ ও ৪৮), চাঁদমারি মাদরাসা সড়ক এলাকায় বাসিন্দা পুরুষ বয়স (৬৩), দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৪৫), বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চার আইচা গ্রামের বাসিন্দা পুরুষ বয়স (২৫), ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় বাসিন্দা পুরুষ বয়স (৫১)।
আজকের সনাক্ত সংখ্যাসহ বরিশালে মোট সনাক্ত দাড়িয়েছে ১৮১জন।
আজ পর্যন্ত বরিশাল জেলায় ৫৩ জন নারী এবং ১২৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৪০ জন, ৫০ থেকে তার উর্ধে ২৭ জন।
বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১২৭, সদর উপজেলা ৪জন (রায়পাশা কড়াপুর, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, উজিরপুর ১০জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ৬জন, হিজলা ৪জন, মুলাদী ৪জন, বানারীপাড়া ৩ জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ২জন করোনা রোগী শনাক্ত করা হয়।
অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।