এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
শিক্ষাঙ্গন

৩১ মে থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি, ই এম রাহাত ইসলামঃ চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার (২৯ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের দাবি, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাকবে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে শুরু হবে- সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।

সূত্রটি বলছে, করোনা পরস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র জানায়, ন্যূনতম সংখ্যক জনবল নিয়ে অফিস কার্যক্রম চালু করা হচ্ছে। এজন্য কোন কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবে না। এছাড়া তাদের সমন্বয়ে ১৪ দিনের রোস্টার তৈরি করতে হবে। পাশাপাশি অফিস প্রধানের নির্দেশে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে অফিস করতে হবে।

অফিস খোলার পূর্বে সংশ্লিষ্ট ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং অফিসকে জীবাণুমুক্ত করতে হবে উল্লেখ করে সূত্রটি আরো জানায়, প্রত্যেক অফিস ভবনের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপক রাখতে বলা হয়েছে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বেনাভোলেন্ট ফান্ড ইত্যাদির জন্য অফিসে না এসে হিসাব পরিচালকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমে বলেন, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা একটি নীতিমালা তৈরি করেছি। সেই নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

banglarmukh official

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

banglarmukh official

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

banglarmukh official