স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
র্যালি, আলোচনা সভা, শিরাবরন,নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ০৫ মে বরিশাল ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ উদযাপন করল আন্তর্জাতিক নার্সেস দিবস।
ছবি: শাওন অরন্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. বাকির হোসেন, পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সভাপতিত্ব করেন ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো জহিরুল ইসলাম, চেয়ারম্যান, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ,বরিশাল। ড. এস.এম. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ ডি ডাব্লিউ এফ ম্যাটস,বরিশাল। ড. সৌরভ সুতার, আবাসিক সার্জন (সার্জারী), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেহেরুননেসা, পরিচালক,জহির-মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালী। সাইফুর রহমান মিরন, সম্পাদক, দৈনিক বরিশাল ভোরের আলো। অধ্যাপক টুনু কর্মকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,অমৃত লাল দে মহাবিদ্যালয়,বরিশাল।
ছবি: শাওন অরন্য।
অনুষ্ঠান ২ পর্বে ভাগ করা হয়। ১ম পর্বের শুরুতেই অধ্যক্ষ আলেয়া পারভীন এর নেতৃত্বে সকল ছাত্রছাত্রীদের নিয়া র্যালি করা হয়। র্যালিটি কলেজ প্রাংগন থেকে বের হয়ে চৌমাথা হয়ে আবার কলেজের সামনে ফিরে আসে।
ছবি: শাওন অরন্য।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. বাকির হোসেন, পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যক্ষ মো জহিরুল ইসলাম, চেয়ারম্যান, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ,বরিশাল। ড. এস.এম. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ ডি ডাব্লিউ এফ ম্যাটস,বরিশাল। ড. সৌরভ সুতার, আবাসিক সার্জন (সার্জারী),মেহেরুননেসা, পরিচালক,জহির-মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালী। সাইফুর রহমান মিরন,অধ্যাপক টুনু কর্মকার, আলোচনা অনুষ্ঠান শেষে প্রবীণ ছাত্রছাত্রীরা ফুল দিয়ে নবীন ছাত্রছাত্রীদের বরন করে নেয়।
ছবি: শাওন অরন্য।
প্রধান অতিথি ড. বাকির হোসেন এর নেতৃত্বে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে সবাইকে নিয়ে কেক কাটা হয়।
অধ্যক্ষ আলেয়া পারভীন এর নেতৃত্বে বিএসসি ইন নার্সিং,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের সকল ছাত্রীদের শিরাবরন এবং সকল ছাত্রদের প্রতিকধারন করা হয়। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শিরাবরন করান।
ছবি: শাওন অরন্য।
শিরাবরন শেষে ১ম বর্ষের সকল ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান অধ্যক্ষ আলেয়া পারভীন।
অনুষ্ঠানের ২য় পর্বে সকল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে নৃত্য, গান সহ ক্ষুদ্র নাটিকা অনুষ্ঠিত হয়।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।