অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সংসার ভেঙে গেছে। ৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো দুজনের। ১৭ মে, রবিবার বিকেলে নাজিয়া হাসান তার ফেসবুকে এক তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’
এ বিষয়ে নাজিয়া জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো সে বিষয়ে কিছু জানাননি তিনি। নাজিয়া বলেন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’
অপূর্ব-নাজিয়ার দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।
তবে ডিভোর্সের বিষয়ে অপূর্বর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।