18 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুন করে গড়তে চাই: মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তা থেকে বরিশালবাসী বঞ্চিত। আমি নির্বাচিত হলে সততার সাথে কাজ করতে চাই। মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করবো।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘আমি সুষ্ঠভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চান তিনি।

এদিকে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে নগরীর সদর রোড থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজালুল করীম, আনিস উদ্দিন আহমেদ শহীদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official