22 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
লেখার কিছু সাহিত্য পাতা

কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

ভাঙ্গন (পর্ব – ৮)

ঘরের পিছোন দিয়া আর এ্যাকটা ঘর আছে হেইয়া খেয়াল করি নাই । হেইহানে আরও তিন চাইরজোনে রান্দা-বারি করে । মনে অইল হেউডা পাহোলঘর । কিনারেই আর এ্যাকটা ঘরে গিয়া আমরা খারইছি । হেই ঘরের ছামনের দুয়ার দিয়া দ্যাকলাম মজিদ মিয়া বড় হাজিতে কইর্রা ভাত লইয়া যাইতে আছে । মোনডায় আনন্দ লাগজে, তাইলে মজিদ মিয়া না খাইয়া রয় নাই । ভালুই অইছে । এই সুম পেডোত দুগ্গা ভাত পরন লইয়া অইছে কতা । মাতাডা এ্যাকটু নিচে নামাইয়া দেহি উডানের মইদ্দে খা্রাইয়া সবাইরে কি জানি কইতে আছে মাদবর সাব । সবাই মাতা নিছা কইরা খাওনের লগে মোন দিয়া হোনতে আছে । কানডা এ্যাকটু খাড়া কইরা হোননের চেষ্টা করলাম । উডানডা ঘরের তোন এ্যাকটু দূরে অওনে ভালো হোনোন যায় না । তয় সবাইরে মোনের বল আরাইতে না কইতে আছে হেইডা বোজোন যায় । মাদবরের কতাবর্তা চেয়ারমেনের মিডা মিডা কতার মতন হুনা যায় । এ্যাকবার চেয়ারমেনের ভাষোণ হোনছালাম । গ্রামের মইদ্দে জোনোসবা করছে । চাইরোদিগে মাইক লাগাইয়া দেছেলে জানি দূরের গ্রামেও ছাউন যায় আর মানষে হোনতে পারে । হেই সোমায় হেই মাইকে চেয়ারমেন অনেক কতাই কইছে তয় ভোডের পর কতার মতন কাম কোনো সোমায়ই করে নায় । এইযে এ্যাত্তো বড় এ্যাকটা বিপদ হেইয়ার মইদ্দে চেয়ারমেনের মুকটাও কেউ দ্যাকছে কিনা সোন্দেহো আছে । হে মোনে অয় দ্যাশেই নাই । আইজগো মাদবারের কতাগুলানও হেই মতন লাগে । তয় মাদবারে য্যা করছে হেতে মানষে হ্যারে কোনও দিনও ভোলবে না । দুক্কের সোমায় যে আঙ্গুলের ইশারায়ও উপুকার করে হেরে মানষে ভোলতে পারে ? পরে না, আমিও ভুলি নাই । উডানের ব্যাডাগো খাওয়া শ্যাষ কিনা দেহি নায়, তয় ঘরে গোনে যে মোরে বলাইয়া আনছে হে মোরে এ্যাকটা ফিরি দিয়া বওয়াইয়া ছামনে এ্যাকথাল ভাত দেছে । ডাইল আর আলুভর্তা । আত ধুইয়া নুন লইয়া মাইক্কা খাওনের সোমায় নাই । ভাতের মইদ্দে ডালই পুডি ঢাইল্লা লইয়া হাপ্পুত-হুপ্পুত কইর্রা ভাত খাইলাম । সস্তোরেই তো কয় – দুননইতে কোনও জ্বালাই থাকতে না যতি আল্লায় মানষেরে না দেতে প্যাট্টা আর চ্যাট্টা ! হেই প্যাডের যে কি জ্বালা হ্যা এইবার বুজ্জি । দুহারের সোমায় মানুষ জোন কোম । ব্যানের খাওন খাইয়া সবাই নদীর কুলে গ্যাছে । কেউ কেউ গ্যাছে চেয়ারমেন বাড়ির দিগে । হগুলডির লগেই বৌ মাইয়া পোলা আছে । যেম্মে য্যা যাইক নতুন কইর্রা বাঁচোনের লইগ্গা হগুলডিই চিন্তা ভাবনা করে । মোনে হয় হেই সোমায় খালি মুইই এ্যাকজোন মানুষ যে দুননইতে কোনও চিন্তা ভাবনা করি নাই । কোলের পোলাডা হারাদিন কোলেই রাকছি । কিন্তু সন্দার সোমায় মাতাডা জানি ক্যামোন কইর্রা উইট্টা বোহের মইদ্দে খালি থরথরাইয়া ওটছে । মোনে অইতে লাগজে দুননইডা এ্যাক্কালে ফাক অইয়া গ্যাছে । এ্যাতো মানুষ জোনের মইদ্দেও মোনে অয় মউ এ্যাকলা । এ্যাকটা কষ্ট ক্যামোন জানি করতে লাগজে বুকটার মইদ্দে । ভাতের ঠাণ্ডা পানি হরা মুরা দিয়া জাল দেতে দেতে আছুক্কা জ্যামোন ভাত উলাইয়া হরা ঠ্যালে ঠিক হেইরোহোমের বোহের খ্যাঁচা ঠালতে লাগজে ! এ্যাক্কালে হোয়াস বন্দো অইয়া যাইবে মতন লাগদে আছে । কেউর ধারে কিছু না কইয়া ঘরের পিড়ার উপরে বইয়া পড়ছি । দুই চউক দ্যা দরদর রাইয়া পানি পড়ে । তয় মুই কিন্তু কান্দি না । হেইয়ার পরও মোর হেচকি উট্টা গ্যাছে । হেই সোমায়ও পোলাডা মোর কোলে । এ্যাইযে মোর কষ্ট অইতে আছে এ্যা কিন্তু কেউ খেয়াল করে নাই । কিন্তু এ্যাকজোনে খেয়াল করছে । হে আইয়া ছামনে খাড়াইছে । কোলে গোনে পোলাডা লইয়া কইছে – ভাবী, কাইন্দেন না, কানলে কোনও কাম অইবে না । আল্লা আল্লা করেন । কানবেন না, মুই আছি না ? (চলবে…)

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশ

banglarmukh official

বরিশালে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন করেন, বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ

banglarmukh official

একুশে গ্রন্থমেলায় এবার বই বিক্রি বেড়েছে

banglarmukh official

অমর একুশে বইমেলার সময় বাড়ল দুই দিন

banglarmukh official

মুক্তিযুদ্ধের লেখক রবার্ট পেইন

banglarmukh official

জাপানী ভাষায় প্রকাশিত হল গ্রাফিক নভেল ‘মুজিব’

banglarmukh official