কলাপাড়ায় প্রথম শণাক্ত হলো এক করোনা রোগী। মাছ ব্যবসায়ী করোনা আক্রান্ত এ ব্যক্তি কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া স্লুইস এলাকায় বসবাস করেন। ১০ মে তিনি উপসর্গ নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে যান। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ১৩ মে, বুধবার রাত নয় টায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে বলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি বরিশাল শেবাচিমের আইসোলেশনে রয়েছেন।
এঘটনার পরে আক্রান্ত ব্যক্তির বসতঘরসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই রোগীর সংস্পর্শে যাওয়া কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক, চারজন নার্স ও সাত কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদেরও প্রত্যেকের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে কলাপাড়ায় প্রথম করোনা রোগী শণাক্ত হওয়ায় পৌরশহরের সকল দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।