খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি। সোমবার সকালে এক বিবৃতিতে লেবার পার্টির নেতারা এ উদ্বেগের কথা জানান।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ছাড়াও বিবৃতি দাতাদের মধ্যে আরও রয়েছেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান লোকমান হাকিম, মো. ফারুক রহমান, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ, মো. জহুরুল হক চৌধুরী জহির, মো. আমিনুল ইসলাম, এসএম ইউসুফ আলী।
বিবৃতিতে লেবার পার্টির নেতারা বলেন, কারা কর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের উদাসীনতা দেখে আমরা মর্মাহত। সরকারের এ স্বেচ্ছাচারী অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাগারে নানা জটিল রোগে আক্রান্ত। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
‘আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।’