গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের গাঁজা ব্যবসায়ীর বাড়ি থেকে গাঁজা সহ গাঁজা ব্যবসায়ী হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হাফিজুল ওই গ্রামের এনায়েত সরদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে হাফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে আড়াই ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী হাফিজুলকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।