স্টাফ রিপোর্টার// সাইফুল ইসলাম : ঘূর্ণিঝড় আস্ফান এর কারণে আশ্রয় কেন্দ্রে হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠান প্রধানদের চাবি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান সহ খোলা রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল। ১৯ মে ২০২০ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি আদেশ বলে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস এই বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “আমফান ‘ আগামী ২০ মে, ২০২০ তারিখ বুধবার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। সে লক্ষ্যে উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়ের লক্ষ্যে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রাখার অনুরোধ সহ প্রতিষ্ঠান প্রধানদের সার্বক্ষণিক চাবি সহ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেছে শিক্ষাবোর্ড। ঘূর্ণিঝড়ের সময় জরুরি প্রয়োজনে বোর্ডের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস।