স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
আজ পবিত্র ‘জুমাতুল বিদা’। এই পবিত্র দিনে আল্লাহর সরনাপন্ন হতে হাজারো মুসলিম ভিড় করে নেসারাবাদে অবস্থিত হযরত কায়েদ সাবেব হুজুরের দরবারে।
ছবি: তানজিম হোসােইন রাকিব
সেখানে হাজারো মুসুল্লি জড় হয় আল্লাকে সিজদা করার জন্য। জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ন ওয়াজ নসিয়ত করেন হজরত কায়েদ সাহেব হুজুরের পুত্র হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী।
ছবি: তানজিম হোসােইন রাকিব
জুমাতুল বিদাসহ মাহে রমজানের প্রত্যেক জুমাবারে ইবাদত-বন্দেগিতে অধিক সওয়াব লাভের সুযোগ থাকে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর শেষ শুক্রবার জুমার নামাজ আদায় করে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানান।
ছবি: তানজিম হোসােইন রাকিব
পবিত্র কুরআনে জুমার নামাজ জামাতে আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি কর।’ (সূরা আল-জুমুআ, আয়াত-৯)জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক।তাই হাজারো মুসলিম আল্লাহর কাছে হাজিরা দিতে আসে হযরত কায়েদ সাহেব হুজুরের দরবারে।