এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে আমির হোসেন আমু’র পক্ষে  ত্রান বিতরণ করলেন কৃষি সচিব নাসিরুজ্জামান

 

 

ঝালকাঠি প্রতিনিধি// আরিফুর রহমান আরিফ:শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু’র পক্ষ থেকে করোনা দুর্যোগ মোকাবেলায় অসহায়দেরকে ত্রান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আমির হোসেন আমু’র ঝালকাঠির বাসভবনে অসহায়দের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সচিব বলেন, সরকারের খাদ্য ভান্ডারে পর্যাপ্ত খাদ্য রয়েছে। এই দুর্যোগে কোন মানুষ না খেয়ে থাকবে না। তবে ধারনা করা হচ্ছে এই কনোর প্রাদুর্ভাব দীর্ঘ মেয়াদী হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে কৃষির দিকে আমাদের নজর বাড়াতে হবে।

আমির হোসেন আমু’র নিজ তহবিল থেকে ঝালকাঠি ও নলছিটিতে দু’দফায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। শনিবার প্রথম দফায় ৫টি ইউনিয়নে ৫ হাজার পরিবারকে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান বিতরণ উদ্ধোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, কাউন্সিলর তরুন কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকির, নারী নেত্রী শারমিন মৌসুমী কেকা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official