18 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, চালকের সহকারীর পা বিচ্ছিন্ন

ঝালকাঠির নলছিটিতে মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নবিন নামে বাস চালকের এক সহকারীর একটি পা বিচ্ছিন্ন হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, মাওয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঝালকাঠি আসছিল মিজান পরিবহনের একটি বাস। ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের কাছে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাসচালকের সহকারী নবিনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাসের যাত্রী রাজাপুরের সুমি আক্তার বলেন, মাওয়া থেকে বাসটি ছেড়ে আসার পর থেকেই বেপরোয়া গতিতে চালাচ্ছিল। অনেক যাত্রী তাকে ধীরগতিতে চালাতে বললেও শোনেনি। বাসের মধ্যে আমি এবং আমার মেয়ে ছিলাম। আমরা সামান্য আহত হয়েছি। বাসের ভেতরে থাকা সবাই কমবেশি আহত হয়েছে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুর্ঘটনায় এখনো কারো মৃত্যু হয়নি। তবে গুরুতর অবস্থায় কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

banglarmukh official