ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নিচ্ছেন নতুন নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর আগামীকাল শনিবার বিকেল ৩টার দিকে নগরপিতার আসনে বসবেন তিনি।
এদিকে, গত ১৩ মে শেষ অফিস করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। ওইদিন অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নেন তিনি। যদিও দায়িত্ব তুলে দেওয়ার কথা ছিল বিদায়ী মেয়র সাঈদ খোকনের। তবে তিনি শনিবার নগর ভবনে আসছেন না বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তাই নবনির্বাচিত নগরপিতাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক দায়িত্ব বুঝিয়ে দেবেন।
এ বিষয়ে নবনির্বাচিত মেয়রের ব্যক্তিগত সহকারী (মিডিয়া ও জনসংযোগ) তারেক সিকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্বমহামারি করোনার কারণে আমরা বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা করছি না। তবে ৩টায় মেয়র নগর ভবনের অফিস থেকে ZOOM এর সাহায্যে অনলাইন সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংযুক্ত হবেন।’
মেয়র ফজলে নূর তাপস তাঁর ব্যক্তিগত সহকারী তারেক সিকদারের মাধ্যমে আরো জানান, নগর ভবনের সীমিত সম্পদকে কাজে ব্যবহার করে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার পূরণ করবেন। বিশেষ করে করোনা মোকাবিলা, ডেঙ্গু, বর্জ ব্যবস্থাপনায় থাকবে বিশেষ ব্যবস্থা।
তাপসের নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাঁর উন্নয়নের পাঁচটি রূপরেখা।
প্রথম হচ্ছে ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করা এবং পুনরুদ্ধার করা।
দ্বিতীয় হলো সুন্দর ঢাকা, সবুজায়ন করা, বায়ুদূষণ রোধ করা।
তৃতীয় হলো সচল ঢাকা। এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ কীভাবে পৌঁছাবে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করা।
চতুর্থ হলো সুশাসিত ঢাকা। সুশাসন প্রতিষ্ঠা করে নাগরিকদের নগরের সুবিধাগুলো দেওয়া। সুশাসিত ঢাকার আওতায় ঐতিহ্যবাহী ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করে সুশাসন নিশ্চিত করা; যেটা আগে হতো।
পঞ্চম হলো দুর্নীতিমুক্ত নগর উপহার দেওয়া।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘শনিবার বিকেলে ৩টায় নতুন মেয়র ঢাকা দক্ষিণের দায়িত্বগ্রহণ করবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি।’
দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিসের দিন নতুন মেয়রকে ডিএসসিসির সব দায়-দেনা, স্থায়ী-অস্থায়ী সম্পত্তি, বিভিন্ন ব্যাংকের স্থিতি, গৃহীত উন্নয়ন প্রকল্প ও কর্মকাণ্ড, রাজস্ব আদায়, বর্জ্য, স্বাস্থ্যসেবার তথ্যাদিসহ করপোরেশনের বিভিন্ন শাখার হালনাগাদ তথ্য দেওয়া হবে।