ভারতের লোকসভা নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফলে পশ্চিমবঙ্গে নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন তিন তারকা প্রার্থী দেব, মিমি এবং নুসরাত।
ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী দেব। নায়কের প্রতিপক্ষ বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
অন্যদিকে যাদবপুর আসনে প্রার্থী মিমি চক্রবর্তী। এই আসনে দ্বিতীয় শক্ত প্রার্থী হচ্ছেন সিপিএম নেতা ও কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য।
অন্যদিকে নুসরাত লড়ছেন বসিরহাট থেকে। এই আসনে নুসরাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির সায়ান্ত বসু ও সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় এবার তৃণমূলের আসন কমলেও এই তিনটি আসেন মমতার তিন প্রার্থী জয়ের পথে রয়েছেন।
এনডিটিভির লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, সারা দেশের ৫৪২ আসনের মধ্যে ৩২৪টি পেতে যাচ্ছে এনডিএ জোট। একক দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৭৬টি। সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২টি আসন।
আনন্দবাজারের প্রাথমিক ফলাফলেও একই আভাস মিলছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২৬টি আসন পাচ্ছে এনডিএ জোট। আর একক দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৭২টি আসন।