28 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে এডিবি’র (এশীয় উন্নয়ন ব্যাংক) বিনিয়োগ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি হয়। প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), এনজি ফোরাম অন এডিবি’র যৌথ উদ্যোগে মানববন্ধন হয়। এসময় জলবায়ু কর্মীরা এডিবিকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত ২০২১ সালে সরকার মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্ত্রীপরিষদে অনুমোদিত হয়েছে। এ পরিকল্পনা অনুসারে, সরকার ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করবে। শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য দরকার ত্বরিৎ অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও নীতিগত সহায়তা। এডিবি বাংলাদেশের বৈদেশিক ঋণের অন্যতম উৎস। তাই এই কর্মসূচি থেকে আমাদের দাবি হচ্ছে- এডিবিকে অবশ্যই জীবাশ্ম জ্বালানী ও অন্যান্য প্রতারনামূলক প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধ করতে হবে। দ্রুততম সময়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে।

এছাড়া পরিবেশ, জীবন-জীবিকা ও শ্রম-অধিকার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ন্যায্য ও সমতাভিত্তিক জ্বালানী রূপান্তর নিশ্চিতের দাবি জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ

banglarmukh official

আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

banglarmukh official

বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

banglarmukh official