ফের বলিউড থাবা বসাল ক্যানসার। এবার ছিনিয়ে নিল ‘পিকে’ খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার-কে।
মাত্র ৪২ বছর বয়সেই মারা গেলেন এই অভিনেতা। মস্তিস্কের ক্যানসার আক্রান্ত হয়েছিলেন সাই গুন্ডেওয়ার। গত একবছরই সাই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে ছিলেন। অস্ত্রোপচারও হয়েছিল তার। তবে শেষরক্ষা হলও না।
এই অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ।
তিনি লিখেছেন, অভিনেতা সাই প্রসাদ গুন্ডেওয়ার, যিনি জনপ্রিয় ছবি পিকে-তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। তার মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে বড় ক্ষতি। পরিবারের প্রতি সমবেদনা রইল।’
‘পিকে’ ছাড়াও ‘বাজার’, ‘রক অন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার। এমটিভির জনপ্রিয় শো ‘স্প্লিটস ভিলা’ -২০১০-এর প্রতিযোগী ছিলেন সাই।