পিরোজপুরে একদিনে আরো ছয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি, মরিচাল ও শারিকতলা ইউনিয়নের এবং অপরজন জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে। এ নিয়ে পিরোজপুর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
গতকাল মঙ্গলবার রাতে নতুন করে ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
এদিকে গভীর রাতেই আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের ব্যবস্থা করে প্রশাসন। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তি ও তার প্রতিবেশীদের এই অবস্থায় করণীয় সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের মানবিক খাদ্য সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।