পিরোজপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মলাশায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীলিপ কুমার দাসের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হংসুপতি সিকদারে সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, এমসি এইচ উপ পরিচালক ডা. জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেকসহ স্বাস্থ্য বিভাগের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার জন্য করণীয় ও মাতৃ মৃত্যুহার কমিয়ে আনার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।