পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড, ম্যাপ সেবা ও নামজারি ব্যবস্থাসহ সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছে সরকার।
অনুষ্ঠানে ভান্ডারিয়ার বেরীবাধ প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ২৩ জনকে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।