এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল সাংবাদিক বার্তা

বরিশালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক এসএম রফিক রক্তাক্ত, আটক ৩

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম রফিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের বটতলা বাজার এলাকায়।

ঘটনা প্রত্যক্ষদর্শী এস এম আশিকুর রহমান জানিয়েছেন- সাংবাদিক রফিকুল ইসলাম বটতলা বাজার এলাকার রনির দোকানে ফল ক্রয় করতে যান। ওই সময় দোকানি রনি তাকে একটি তরমুজ কেটে দেখান। কিন্তু সেটি পছন্দসই না হওয়ায় নিতে অপারগতা প্রকাশ করেন সাংবাদিক রফিক।

এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়। তখন এই রনির নেতৃত্বে ১০ থেকে ১৫ ফল বিক্রেতা একত্রিত হয়ে সাংবাদিক রফিকের ওপরে হামলা করে। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সকলে পালিয়ে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আলেকান্দা ফাঁড়ি পুলিশ ৩ হামলাকারীকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন- গুরুতর আঘাতে রফিকুলের মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। যে কোন সময়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে প্রেরণ প্রয়োজন হতে পারে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official