বরিশালে ৩০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল রাত ৯ টায় আবহাওয়া অধিদফতরের সিনিয়র পর্যবেক্ষক মো. আবদুল কুদ্দুস এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৫ টায় শুরু হওয়া কালবৈশাখী ঝড় শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৪ টায় বাতাসের গতি সবোর্চ্চ ৫২ কিলোমিটার ছিল। এরপর ঝড় ও বৃষ্টি শুরু হওয়ার পর বাতাসের গতি বাড়তে ও কমতে থাকে বলেন তিনি।
এদিকে কালবৈশাখী ঝড় শুরু হওয়ার পরই শহরের অনেক জায়গায় বিদ্যুৎ চলে যায়। এক-দেড় ঘণ্টা পর ঝড়-বৃষ্টি থেমেছে, কিন্তু টানা ৩-৪ ঘন্টা পর অনেক জায়গায় বিদ্যুত আসে না। এতে চরম ভোগান্তিতে পরে নগরবাসী।