স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :
বরিশাল জেলার আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও বরিশাল সদরের ৩৪টি চার্চের মধ্যে গত শুক্রবার ও অদ্য শনিবার ২০০ হত- দরিদ্র পরিবারে মধ্যে কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলা করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বরিশাল আঞ্চলিক ব্যপ্টিষ্ট চার্চ সংঘ সহযোগিতা হিসাবে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান, নগদ এক হাজার টাকা করে প্রদান সহ স্বাস্থ্য সচেতনতার জন্য লিফলেট বিতরন করা হয়।
বরিশাল – এবিসিএস এর সভাপতি জেমস্ রিপন বাড়ৈ সরেজমিনে উপস্থিত থেকে উক্ত টাকা বিতরন করেন এ সময় পালক প্রধান অরবিন্দ সরকার, নির্বাহী সদস্য পঙ্কজ জয়ধর, পুনুরদান বাড়ৈ, যাকোব বাড়ৈ, জন সরকার, পিটার পান্ডে, মহিলা কনভেনর দিপালী জয়ধর, সংশ্লিষ্ট চার্চ সেক্রেটারী ও পাষ্টরবৃন্দ উপস্থিত ছিলেন।