নিউজ ডেস্ক:
কারা হাসপাতালের ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে রেখে বিক্রির দায়ে বরিশালে এক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম গত সোমবার এই রায় দেন। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত ওষুধ ব্যবসায়ী রনজিৎ কুমার সাহা নগরীর কাটপট্টি রোডের ‘মেডিসিন মার্ট’ ফার্মেসির মালিক।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর মেডিসিন মার্ট ফার্মেসিতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। ওষুধগুলো সরকারি কারাগারের হাসপাতালের জন্য বরাদ্দ ছিল। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের বরিশালের তত্ত্বাবধায়ক তানভীর আহম্মেদ বাদী হয়ে একই বছরের ২০ নভেম্বর মামলা দায়ের করেন।