এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা বরিশাল

বরিশাল বিভাগে আরও ২৯ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৬৮

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংখ্যাগত দিক থেকে এটাই এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত বিভাগের ৬ জেলায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সসহ ১৫ জন রয়েছেন। এ ছাড়া পিরোজপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন, বরগুনায় পাঁচজন ও পটুয়াখালী জেলায় একজন আক্রান্ত হয়েছেন।

গত বুধবার থেকে এই বিভাগে সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বুধবার ১৮ জন, বৃহস্পতিবার ২১ জন, শুক্রবার ২২ জন ও শনিবার ২৩ জনের সংক্রমণ শনাক্ত হয়। রোববার কিছুটা কমে হয় আটজন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন আক্রান্ত হলেন। গত বুধবার ৬ দিনেই আক্রান্ত হয়েছেন ১২১ জন যা মোট আক্রান্তের ৩৫ দশমিক ৭৯ ভাগ। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ২৭ দশমিক ১৩ ভাগ। আক্রান্তদের মধ্যে পুলিশের ২০ জন ও তাদের পরিবারের আরও তিনজন মিলিয়ে মোট ২৩ জন এবং ৪২ জন রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী। এ পর্যন্ত মারা গেছেন সাতজন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের বলেন- এপ্রিলের শেষ সপ্তাহ সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে বাড়ছে। ১ থেকে ১৮ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর বাড়তে থাকে। তবে গত বুধবার থেকে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। সোমবার বিভাগে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official